সন্ধ্যায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সিপ্লাস ডেস্ক: আগামী ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

এ সম্মেলনে যোগদান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত ছাড়াও ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।

আগামী শুক্রবার (১২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।

এর আগে পাঁচটি সম্মেলন যথাক্রমে ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলঙ্কায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে ও ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। এবারের ষষ্ঠ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top