সন্দ্বীপে ইয়াবা ট্যাবলেটসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটক সন্ত্রাসীর নাম মো. ফরিদ (৩২)।
শনিবার দুপুরে সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম বাউরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেড়ীবাঁধ এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশের সূত্রে জানা যায়, সন্দ্বীপ থানার এস আই হেলালের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাউরিয়া ইউনিয়নের পূর্ব পাশে বেড়িবাঁধ এলাকার কারিমুল মাওলার চায়ের দোকানের সামনে থেকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ফরিদ কিছুদিন আগে অস্ত্রসহ গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র মাদকসহ ৫টি মামলা রয়েছে।
ফরিদ বাউরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেড়ীবাঁধ এলাকায় নুর হাদী প্রকাশ কালা মিয়ার ছেলে। সে সন্দ্বীপ থানার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুৎ সংযোগ প্রকল্পের প্রকৌশলী ও শ্রমিকদের মারধরের ঘটনা সহ বেড়ীবাঁধ এলাকার মাদক ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে।
সন্দ্বীপ থানার পুলিশের ওসি শেখ শরিফুল আলম বলেন, ফরিদ সন্দ্বীপ থানার চিহ্নিত অপরাধী। কিছুদিন আগে সে অস্ত্র সহ গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে এসে আবারো মাদক ব্যবসায় শুরু করেছে এমন তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করে ইয়াবা উদ্ধার করি।তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।