সদরঘাটে বিদ্যুৎস্পৃষ্টে জাহাজের ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে জ্বালানি তেলবাহী জাহাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমাম হোসেন (২৮) নামে এক ইঞ্জিনমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সদরঘাট থানার বাংলাবাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ওটি পলিকন পার্লস নামের জাহাজে ইঞ্জিন মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন রহমতপুর গ্রামের ইউনুস ভান্ডারির ছেলে।

তিনি বলেন, বাংলাবাজার ঘাট এলাকায় একটি জাহাজ ইঞ্জিনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইমাম। পরে সহকর্মীরা উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান সাদিকুর রহমান।