আমিরাত প্রতিনিধি: সংযুুক্ত আরব আমিরাতেে অবস্থানরত রাউজানের প্রবাসীদের নিয়ে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ মে) দুবাইয়ের মিরদীপের একটি হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদ এর অন্যতম উদ্যোক্তা সংগঠক মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ আলী সুমনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে হাসান বাহাদুর।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখে মোহাম্মদ নাসিম চৌধুরী, সেলিম উদ্দিন খান, তসলিম উদ্দিন চৌধুরী, আবুল কাশেম মুরাদ, আজিমুদ্দিন শাহ বাচ্চু,রাসেল খান, শাহজান ছোটন, সোহেল চৌধুরী, রবিউল হোসেন চৌধুরী, সাইফুদ্দিন রুবেল, খোরশেদ তালুকদার, মাহাবুল আলম, শাহাবুদ্দিন, নেজাম উদ্দিন,নেজাম উদদীন সোহেল, বখতিয়ার, ইদ্রিস গাজী, সেকান্দর হায়াত,, রোবেল,তানভির, শহিদুল ইসলাম,জাকের, কামাল,আমশেদ,সালাউদ্দীন, এরশাদসহ আরো অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।
অনুষ্ঠানে আমিরাতে অবস্থানত অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো, আমিরাতের আইন-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সংগঠনের প্রতিটি সদস্যের মাঝে সুসম্পর্ক বজায় রাখা ও বৈধ উপায়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করাকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে নেয়া হয়। উক্ত অনুস্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, জাকির হোসেন বাহাদুর,নাঈমুল ইসলাম টিপু, হাজী জসিম, মনসুর,এমদাদুল করিম চৌধুরী, শাহ জামান, এরশাদ, নুরুল আবছার,জাবেদ,জাকের, ইকবাল,নাজিম চৌধুরী, টিপুদে,ইউনুস,ইমরান প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে নাসিম চৌধুরীকে আহবায়ক ওসিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আমিরাতের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে প্রতিটি প্রদেশের ও আঞ্চলিক কমিটির আহবায়ককে সদস্য হিসেবে রাখা হয়। আবুধাবি প্রাদেশিক কমিটির আহবায়ক আবুল হাসেম মুরাদ, দুবাইয়ের আহবায়ক রুস্তম আলী, মোচাফফার আহবায়ক আজিম উদ্দিন শাহা বাচ্চু , শারজার আহবায়ক সেলিম উদদীন খান, আজমানের আহবায়ক তসলিম উদ্দিন চৌধুরী, ফজিরার আহ্বায়ক মাহবুব, রাইস আল খাইমার আহবায়ক মাহবুব আলম, আল আইনের আহবায়ক জসিম তালুকদার, বেনিয়াসের আহবায়ক ফারুক,সাহামার আহবায়ক নেজাম উদ্দিন।
আগামী এক মাসের মধ্যে সংযুক্ত আরব-আমিরাতের কেন্দ্রীয় কমিটি ও আঞ্চলিক কমিটি গুলো করার জন্য আহবান জানিয়ে দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।