‘সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে’

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা আছে। তবে, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা কোনোদিন পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসেননি। যারা এগুলো নিয়ে কথা বলেন, তারা বলার খাতিরেই বলেন।

ড. ওয়াজেদ মিয়াকে স্মরণ করে মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি মনে-প্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। আমরা অনেক সময় নাটক বা সিনেমায় দেখি, কিছু প্রফেসর থাকেন ভোলাভালা, তিনিও সেভাবে চলতেন। দেশ-জাতির জন্য তিনি সব সময় সজাগ ছিলেন।’

আলোচনা সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালোবাসা লাগে। বিএনপির আন্দোলনের শক্তি তো নাই, এমনকি মানুষের ভালোবাসাও নাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্লোগান হয়—মা ও পুতে মিল্লা, দেশ খাবে গিল্লা। আর বিরোধী দলে থাকলে ওরা আগুনসন্ত্রাস করে, পেট্রল বোমা মারে, মানুষ মারে। নির্বাচন প্রতিহতের নামে এহেন কোনো সন্ত্রাস নেই যে বিএনপি করেনি। ওরা বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক দল বলে আমি মনে করি না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top