সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

সিপ্লাস ডেস্ক: সদ্যসমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিকাল ৪টায় এ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চলছে এ সংবাদ সম্মেলন। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করে থাকেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী।

২৫ এপ্রিল ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দ্বিতীয় ধাপে ওয়াশিংটন ডিসিতে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে অংশ নেন।

লন্ডনে তার সফরের তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানি হিসাবে চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান করেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top