সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশিদের প্রথম দলটিকে ৬টি বাসে করে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে, সেইখান থেকে জাহাজে করে জেদ্দায় নিয়ে আসা হচ্ছে আশা করা যায় শুক্রবার বিকালে জেদ্দা এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী।
৬০০ জনের প্রথম উদ্ধারকৃতরা দুই একদিনের মধ্যেই সৌদি আরবের জেদ্দায় নিয়ে আসা হচ্ছে। জেদ্দা থেকে তাঁদের বাংলাদেশে পাঠানোর সব ধরণের ব্যবস্থা করা হবে।
রাষ্ট্রদূত আরও জানান, সুদান থেকে দেশে ফিরতে এখন পর্যন্ত প্রায় ছয়শ বাংলাদেশি নিবন্ধন করেছেন। সেই অনুযায়ী, প্রথম দফায় পাঁচ থেকে ছয়শ বাংলাদেশিকে সুদান থেকে সৌদি আরব হয়ে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
সুদানে আটকা পড়া বাংলাদেশীদের উদ্ধার কাজে সমন্বয়হীনতা, কেউ কেউ বাসে করে রওনা দিতে পারলেও বাকিরা অনেক নারী, শিশু এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশী আটকা পড়ে আছে, পরিস্থিতি খুব নাজুক,আশেপাশে গোলাগুলির শব্দ, নিরাপত্তাহীনতায় ভোগছেন তারা।
এদিকে আটকা পড়া বাংলাদেশিরা যখন জেদ্দা এসে পৌঁছবেন তাদের জন্য আবাসন ব্যবস্থা রেডি করা হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ সেকশন।
স্কুলটিতে প্রায় ৪০০ জনের ধারণক্ষমতা রয়েছে পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে ডঃ জাবেদ পাটোয়ারী স্কুলটি পরিদর্শন করেন এছাড়াও তিনি বলেন ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে আশা করা যায় তাদেরকে জেদ্দা থেকে বাংলাদেশে পাঠানো হবে।
পাশাপাশি সুলতান নামের এক বাংলাদেশী তিনি কমিউনিটির নেতা বলে পরিচিত তিনি বিভিন্নভাবেই প্রবাসী বাংলাদেশিদের কে হয়রানি করছে বলে অভিযোগ আসছে তার সাথে বারবার চেষ্টা করেও তিনি মোবাইল পাওয়া যাচ্ছে না ।
ইতোমধ্যে সুদান থেকে প্রবাসী বাংলাদেশি ৩৬ জনের একটি গ্রুপ পৌঁছেলেও প্রায ৩ শত জনের একটি গ্রুপ আসার পথে জানিয়েছেন সৌদি আরব বাংলাদেশ দূতাবাস।