শ্রী শ্রী জ্যোতিলোকনাথ সেবাশ্রম রাস আল খাইমা মন্দিরের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রী শ্রী জ্যোতিলোকনাথ সেবাশ্রম রাস আল খাইমা মন্দিরের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমা প্রদেশে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের কল্যান কামনায় এক মহতি গীতা যজ্ঞ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার(১৩ মার্চ) মন্দিরে সারাদিনব্যাপী এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মহতি অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুদূর বাংলাদেশ থেকে আগত হাটহাজারী থানার ফতেয়াবাদ চৌধুরীহাট শ্রী শ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রম ও নাগেশ্বর শিবালয়ের অধ্যক্ষ এবং রাস আল খাইমাতে ২০১০ সালে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজের সভাপতিতে সদস্য সচিব মিন্টু শীলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ধর্মানুরাগী, শিল্পপতি অদুল কান্তি চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন মিসেস অনিতা চৌধুরী, মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক কাজল রায়, উজ্জ্বল দত্ত, সুবোধ চৌধুরী শিবু,সাংবাদিক সনজিত কুমার শীল, কানু লাল দাস, শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের আবুধাবী অনিল শীল, পরিমল শীল, জুয়েল দে শিবলু দাস, সঞ্জিত ঘোষ,স্বপন সূত্রধর, কাঞ্চন দে, কালিপদ শীল, সুপন সিকদার, বিকাশ শীল, প্রকাশ ভট্টাচার্য, সুজন শীল, আশিষ শীল, রঞ্জিত দাস, বিজয় শীল, পোপন শীল, বাপ্পা শীল, খোকন শীল, শিমুল, টুটুল চৌধুরী, রুপন দাস,রাজিব সুশীল, লিটন শীল, জিতেন, রুমন শীল, সমীর, প্রদীপ,সহ আরো অনেকে।

অনুষ্ঠানে মধ্যে ছিল চণ্ডীপাঠ, গীতা পাঠ, ভজন, নাম সংকীর্তন,আগত অতিথিদের বরণ করে নেন মন্দিরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আল আইন মরুতীর্থ, প্রবাসী কৃষ্ণ মন্দির, রাম ঠাকুর মন্দির, আল আইন সৎসঙ্গ, শারজা শিব শংকর, আল-দাইদ রাধামাধব কৃষ্ণ মন্দির, আল আইন ইন লোকনাথ সেবাশ্রম, আবুধাবি সনাতনী গীতা সংঘ, আবুধাবী জ্যোতি লোকনাথ, আল আইন মরুতীর্থ রাম মন্দির, জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হন। পরিশেষে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজের শান্তির বাণী উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।