সিপ্লাস ডেস্ক: শোক আর মাতমে রাজধানীতে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল।
মিছিলটি সকাল সাড়ে ১০ টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়। পরে বকশী বাজার, নবকুমার স্কুল, কারারোড, উর্দু রোড, হরনাত ঘোষরোড, লালবাগ, এতিমখানা রোড, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়েছে।
শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ র্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন।
দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালনে ডিএমপির তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছিল পুলিশ। আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছিল।