শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রাম বইমেলা

নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে চলছে ২১ দিনব্যাপী অমর একুশে বই মেলা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে চলছে ২১ দিনব্যাপী অমর একুশে বই মেলা। এ উপলক্ষে লেখক-পাঠকদের মিলনমেলা বসেছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ দিনব্যাপী এই মেলা শুরু হয়। এদিন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী স্ব-শরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন।

মেলা শুরুর প্রায় ১০-১২ দিন পর পাঠক-দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। পাঠক-দর্শনার্থীর উপস্থিতি থাকলেও আনুপাতিক হারে বই বিক্রি হচ্ছে না।

তবে অন্যান্য দিনের চেয়ে সরকারি ছুটির দিনে বেশি বই বিক্রি হচ্ছে জানিয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির যুগ্ম সম্পাদক আলী প্রয়াস জানান, মেলার প্রথম কয়েকদিন খুব চিন্তিত ছিলাম। কিন্তু প্রথম ১০-১২ দিন পর পাঠক-দর্শনার্থীর উপস্থিতি অনেকটাই বেড়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারির দিন ছিল উপচে পড়া ভিড়। কিন্তু সেই হারে বই বিক্রি হয়নি।

মেলা ঘুরে দেখা যায়- খড়িমাটি, প্রথমা, কথা প্রকাশক, বাতিঘর, অক্ষরবৃত্ত, হাওলাদার, শব্দশিল্প এবং খড়িমাটি স্টলে পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

অক্ষরবৃত্ত স্টলের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম নুহাশ বলেন, আমাদের স্টলে তোকিব তৌফিকের হিউম্যান বার্গার অ্যান্ড ক্লাড ক্যাফে, তৌফিকুল ইসলাম চৌধুরীর লেখা চট্টগ্রাম অতীত ও ঐতিহ্য, মহি মুহাম্মদের অনিন্দিতার একদিন, মাশহুদা খানমের ফ্রেন্ড রিকোয়েস্ট, অমল বড়ুয়ার সমকালীন আধ্যান এবং গৈরিক বীর, আকাশ ইকবালের গবেষণাগ্রন্থ কিংবদন্তি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, নিয়াজ মোরশেদ সায়েমের বিশেষ দ্রষ্টব্যসহ বেশ কয়েকটি বই সাড়া ফেলেছে।

জানতে চাইলে অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিস সুজন বলেন, প্রথম কয়েকদিন পাঠক-দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও বর্তমানে অনেকটা বেড়েছে। পাঠক-দর্শনার্থীরা স্টলে স্টলে গিয়ে বই দেখছে, কিন্তু বিক্রির হার গতবারের চেয়ে অনেক কম। তবে, অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনে কিছুটা ভালো বিক্রি হচ্ছে।

২১ দিনব্যাপী অমর একুশে বইমেলার প্রায় ১ লাখ ২ হাজার ৩০০ বর্গফুটের সুবিশাল আয়তনের মাঠজুড়ে স্টল রয়েছে ১৪০টি। এর মধ্যে ৩২টি ডাবল স্টল এবং ৭৬টি সিঙ্গেল স্টল। ঢাকা এবং চট্টগ্রামেরসহ মোট ১০৮টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত।