সৌদি আরব প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) রাতে মক্কা নগরীর মিসফালাহর একটি হোটেল হল রুমে সংগঠনের সহ-সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির এবং সাংগঠনিক সম্পাদক হাসানুল আমিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, প্রধান বক্তা মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু, বিশেষ অতিথি মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব কাসেদুর রহমান কাসেদ,সহ-সভাপতি আমির হোসেন, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল বাশার, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি শাহজাহান সোলেমান, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ, সেলিম আহমেদ। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মোঃ আরমান, আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মোরশেদুল আলম নিবিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদওয়ান হক মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির কুলাঙ্গার নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবাদ সমাবেশে শ্লোগানে স্লোগানে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।