ফটিকছড়ি প্রতিনিধি: সারা দেশের ন্যায় রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে ফটিকছড়িতে এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহত্তর ফটিকছড়ি উপজেলাকে উত্তর -দক্ষিন-সদর তিন জোনে বিভক্ত করে মোট ১৩ টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৭ টি এসএসসি, ৩টি ভোকেশনাল এবং ৩ টি দাখিল পরীক্ষা কেন্দ্র।
ফটিকছড়িতে এবার এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫০৫৬ জন, ভোকেশনালে ৩৩৪ এবং দাখিল পরীক্ষার্থী ১৫৭১ জন।
তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১২ জন। তন্মোধ্যে এসএসসিতে ৮৪ জন,দাখিলে ৩১ এবং ভোকেশনাল ৬ জন। এদিকে, সকাল ১০ টা থেকে সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
জানা গেছে, সুষ্টুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। কোন ধরনের বিশৃঙ্খল ছাড়া শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।
অপরদিকে, সকাল থেকে পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি এবং সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি বলেন নকল মুক্ত পরিবেশে সুন্দর ভাবে পরীক্ষা শুরু হয়েছে। আশা করছি ভাল ভাবে শেষ করতে পারবো।