শুটিংয়ে আহত শাকিব খান

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: চলচ্চিত্রের শুটিংয়ের জন্য শিল্পীকে অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে মারামারি দৃশ্যের জন্য ঝুঁকিও নিতে হয় শিল্পীদের। মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এই নায়ক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পান শাকিব খান। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু। তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না।ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’

তবে জানা যায়, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

‘আগুন’ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। এখন বাকি রয়েছে দুটি গানের শুটিং। আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।