প্রেস বিজ্ঞপ্তি: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন সমাজের কিছু মানব দরদী তরুণ যুবক।
গতকাল দুপুরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি গুইমারা উপজেলার কুকিছড়া পাড়ায় একশত অসহায় হতদরিদ্র উপজাতি পারিবারে ও কুকিছড়া পাড়ার বৌদ্ধ বিহারের কম্বল ও শীতের গরম কাপড় বিতরণ করেন মানবিক সহায়তা সংগঠন, “অনুভব ফাউন্ডেশন “।
অনুভব ফাউন্ডেশন সবসময় সমাজ সেবামূলক কার্যক্রম করে থাকেন,দীর্ঘ অর্ঘযুগ ধরে অনুভব ফাউন্ডেশন মানুষের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।
তারমধ্যে উল্লেখযোগ্য সিলেটে ভয়াবহ বন্যায় চট্টগ্রাম থেকে সাড়ে ৬ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ, এবং চট্টগ্রামের আনাচে-কানাচে অসংখ্য এতিমখানায় কোরআন বিতরণ।
গতকালের কম্বল বিতরণে উপস্থিত ছিলেন অনুভব ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ইফতেকার নুর তিশন,অনুভব ফাউন্ডেশন অর্থ সম্পাদক লোকমান উদ্দীন, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত।
বিতরণ কালে অনুভব ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ইফতেকার বলেন, অনুভব ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন, দেশের অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো ও মানবসম্পদ উন্নয়ন করা আমাদের লক্ষ্য।।এবং আগামীর পরিকল্পনা সম্পর্কে বলেন, আগামীতে তিনি একটা অনুভব অনাথ সংস্থা চালু করতে চান।