শিলক হামিদ শরীফ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন শফিকুল ইসলাম

শিলক হামিদ শরীফ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন শফিকুল ইসলাম
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কাতারস্থ চট্টগ্রাম সমিতি ও কাতার আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম তালুকদার বাবু।

রোববার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি ব্যক্তিগত কারণে এই পদ থেকে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। গত ১৬ ফেব্রুয়ারি এই পদত্যাগপত্রটি তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরাবর দাখিল করেন।

তার পদত্যাগপত্রটি তিনি চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অনুলিপি দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সচিব মো. এয়াকুব আলী গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।