শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত সেই শিক্ষক উৎপল আর নেই

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ জুন) ভোর সোয়া ৫ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে।

তিনি প্রায় ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং প্রতিষ্ঠানটির শৃংখলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগ উঠেছে ইভটিজিং করায় শাসন করার কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তাকে স্ট্যাম্প দিয়ে মারধোর করে।

নিহতের ভাই অসীম কুমার সরকার বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েদের ইভটিজিংসহ নানা উশৃঙ্খলার কারণে শাসন করায় ওই ছাত্র আমার ভাইকে আঘাত করেছে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি”।

অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু (১৬) চিত্রশাইল এলাকার উজ্জ্বল হাজীর ছেলে ও হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ দশম শ্রেণীর শিক্ষার্থী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদুল হক বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মূল অভিযুক্ত জিতুসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন, আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এর আগে গত শনিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে ওই স্কুল মাঠে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে জিতু।

প্রতিষ্ঠানটির কলেজ শাখার অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমরা প্রতি বছর ছেলেদের জন্য ফুটবল ও মেয়েদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। ঘটনার দিন গত শনিবার মেয়েদের খেলা চলার সময় অভিযুক্ত শিক্ষার্থী প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বসে খেলা দেখছিলো। হঠাৎ সে ভবন থেকে নিচে নেমে মাঠের পাশে থাকা শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’