নগরীর শাহ আমানত সেতু এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় থাকা এক নারী মিনিবাস চাপায় নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে বাকলিয়া থানার কর্ণফুলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, বিকালে কর্ণফুলী ব্রিজ মোড়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নগরী অভিমুখী আনোয়ারা রুটের একটি দ্রুতগামী মিনিবাস দাঁড়িয়ে থাকা ওই নারীকে চাপা দেয়।
এতে ওই নারী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চাপা দেয়া বাসের চালককে গ্রেফতার করতে পারলেও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।