আমিরাত প্রতিনিধি: মালিকের অশেষ মেহেরবানীতে অতি জাঁকজমকভাবে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে মোসাফা সানাইয়া ছয় নাম্বারে হাবিব গ্যারেজে সম্পন্ন হল আশেকানে গাউছে মোখতার যুব কমিটি বাংলাদেশ মোচ্ছাফ্ফা শাখার উদ্যোগে সংর্বধনা ও দোয়া মাহফিল।
উক্ত সংর্বধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদায়ে গাউছে মোখ্তার,রাহবারে আলম,হাদিয়ে জামান হযরতুল আল্লামা শাহ আব্দুল করিম আল কুতুবী(মাঃজিঃআ) এবং সভাপতিত্ব করেন আশেকানে গাউছে মোখতার যুব কমিটি ইউ,এ,ই শাখার সভাপতি মোঃ আলী চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে গাউছে মোখতার যুব কমিটি ইউ,এ,ই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ আহম্মেদ চৌধুরী তানভীর।
অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করেন আশেকানে গাউছে মোখতার যুব কমিটি ইউ,এ,ই শাখার সহ-সভাপতি মো:মোরশেদ, মোহাম্মদ কামাল,মোহাম্মদ জাহাঙ্গীর এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস,মহিউদ্দিন, ইকবাল,বাপ্পি,সুমন,পিয়ারুল,জনি।
পরে মিলাদ-কিয়াম শেষে প্রবাসী ও দেশবাসির জন্য দোয়া করা হয়।