শাহনেওয়াজ,হাসিনা দিদার ফাউন্ডেশনের কোরবানী উপলক্ষে উপহার বিতরণ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা কোরবানীকে সামনে রেখে দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২ জুলাই) বিকেলে  চট্টগ্রাম নগরীর চকবাজার দিদার  মার্কেট প্রাঙ্গনে  শাহনেওয়াজ,হাসিনা দিদার ফাউন্ডেশনের উদ্যোগে এই উপহার  সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মিসেস হাসিনা আকতার নীলু।

শাহনেওয়াজ- হাসিনা দিদার ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মিসেস হাসিনা আকতার নীলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈঃ যায়যায় দিন পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক হেলাল উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন-৭ এর সিটি কাউন্সিলর মিসেস রুমকি সেন গুপ্ত, ইউএসটিসি সাস্থ্য বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ প্রণয় কুমার মজুমদার ।

আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পী দেব বর্মন এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,ঝর্ণা নন্দী, মিসেস শায়লা দিদার, জোনায়েদ দিদার,শ্যাম দুলাল দেব বর্মন ,আশীষ ধর, মুনতাসির জিন্নাহ, ইমতিয়াজ দিদার,শাইরিন আহমেদ প্রমুখ।