শহীদ মিনারকে অপমান ও রক্তাক্ত করেছে বিএনপি : ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগ নয়, বিএনপি বারবার শহীদ মিনারকে অপমান ও রক্তাক্ত করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শহীদ মিনারে দলবাজি তো আপনারা করেছেন। জাতীয়তাবাদী দল আপনারা গিয়েছেন ফুল ছিটিয়ে সেদিন লণ্ডভণ্ড করেছেন। মনে নেই?

আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির অভিযোগের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, আমরা দলবাজি করি! গতকাল প্রভাত ফেরী করে শহীদ মিনারে গেলাম। একটা মিনিট সময় আমাদের লাগেনি। আমরা ৩ ঘণ্টায় পৌঁছাই। শহীদ মিনারে ফুল দিয়ে দিতে একটা মিনিটও আমরা দাঁড়াইনি। আমাদের লোকজন, আমাদের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা ছিলেন, ঢাকা সিটির নেতাকর্মীরা ছিলেন, সহযোগী সংগঠন ছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মী গতকাল প্রভাতফেরিতে যোগ দিয়েছিলেন। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম? কিভাবে করলাম?

তিনি বলেন, সাভার স্মৃতিসৌধে বেগম জিয়া ক্ষমতায়, আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন কি দৃশ্যপট! আমাদের নেতাকর্মী ছিল, কি অত্যাচার! সিভিল ড্রেসে নিরাপত্তা বাহিনী দিয়ে বেধড়ক পেটানো হয়েছিল আমাদেরকে- আমাদের নেতাকর্মীদের। কোনো রকমের ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল।

বিএনপিকে ‘কাক’ আখ্যা দিয়ে তিনি বলেন, চিনতে হবে। একুশের বেদিতে কাকও নাচে, ময়ূরও নাচে। কাক আছে ময়ূর আছে। কাক কোকিলের তফাৎ বের করতে হবে। এই কাকের কর্কশ কণ্ঠস্বর, কাক চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে শেখ হাসিনার নেতৃত্বে, শক্তিতে বলীয়ান হয়ে।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই অপশক্তিকে রুখতে হবে। শপথ নিতে হবে। আজ তৈরি হয়ে যান, এই অপশক্তি, সাম্প্রদায়িকতা, বৃষবিক্ষ যারা এদেশে সৃষ্টি করেছে, এই অপশক্তি এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক। এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, এদের হাতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়, এদের হাতে স্বাধীনতার আদর্শ কোনোদিনও নিরাপদ নয়।

তিনি বলেন, বাংলাদেশেরই অপশক্তি একটা বিষবৃক্ষ, এটা বিষফোড়া। এই বিষফোড়াকে বাংলার মাটিতে এদেরকে প্রতিরোধ করতে হবে। এদেরকে পরাজিত করতে হবে। একুশের চেতনা এই অপশক্তির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।