সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগ নয়, বিএনপি বারবার শহীদ মিনারকে অপমান ও রক্তাক্ত করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শহীদ মিনারে দলবাজি তো আপনারা করেছেন। জাতীয়তাবাদী দল আপনারা গিয়েছেন ফুল ছিটিয়ে সেদিন লণ্ডভণ্ড করেছেন। মনে নেই?
তিনি বলেন, সাভার স্মৃতিসৌধে বেগম জিয়া ক্ষমতায়, আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন কি দৃশ্যপট! আমাদের নেতাকর্মী ছিল, কি অত্যাচার! সিভিল ড্রেসে নিরাপত্তা বাহিনী দিয়ে বেধড়ক পেটানো হয়েছিল আমাদেরকে- আমাদের নেতাকর্মীদের। কোনো রকমের ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল।
বিএনপিকে ‘কাক’ আখ্যা দিয়ে তিনি বলেন, চিনতে হবে। একুশের বেদিতে কাকও নাচে, ময়ূরও নাচে। কাক আছে ময়ূর আছে। কাক কোকিলের তফাৎ বের করতে হবে। এই কাকের কর্কশ কণ্ঠস্বর, কাক চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে শেখ হাসিনার নেতৃত্বে, শক্তিতে বলীয়ান হয়ে।
তিনি বলেন, বাংলাদেশেরই অপশক্তি একটা বিষবৃক্ষ, এটা বিষফোড়া। এই বিষফোড়াকে বাংলার মাটিতে এদেরকে প্রতিরোধ করতে হবে। এদেরকে পরাজিত করতে হবে। একুশের চেতনা এই অপশক্তির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।