শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রভাবশালী

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পেলারখীল এলাকায় স্থানীয় অধিবাসিদের শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে জয়নাল নামে এক ব্যাক্তি।

এছাড়াও একই এলাকায় রাতারাতি টিলা কেটে খাল (চড়া) ভরাট ও সরকারী রিজার্ভ ফরেস্টের জায়গা দখলে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী এ ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল দাঁতমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাপিতের টিলা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,  বনবিভাগের জায়গায় বসবাসরত শতশত পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বাড়ির উঠানে রোপিত অর্ধশতাধিক ফলজ ও বনজ বৃক্ষ কেটে জ্বালিয়ে দেয়া হয়েছে।

এ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে কয়েকদিন আগে টিলার পাশে নিজের মালিকানাধীন জমির পাশে সরকারী রিজার্ভ ফরেস্টের জায়গা রাতের আঁধারে ঘেরা বেড়া দিয়ে নিজের দখলে নেন জয়নাল।

পরবর্তীতে টিলার উপর দিয়ে বয়ে যাওয়া শত বছরের রাস্তায় কাঁটা তারের বেড়া দিয়ে জনসাধারণের চলারপথ বন্ধ করে দেয়।

এ বিষয়ে স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত  ২০ /৩০ বছর ধরে এখানে বসবাস করে আসছি। কোন দিন কেউ বাধা দেয়নি। অথচ জয়নাল নামে এক ব্যক্তি হঠাৎ করে এসে আমাদের ঘর-বাড়ি দখলে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আলী আহমদ বিষয়টি স্বীকার করে বলেন, জয়নালের অন্যায় কাজে বাঁধা দিলে তিনি কারো কথায় কর্নপাত করছেনা। তিনি আরো বলেন ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী মো: জয়নাল কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় তাঁরাখো বনবিট কর্মকর্তা মো: ইউনুছ বলেন, খবর পেয়ে নারায়নহাট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মিলে স্থানটি পরিদর্শন করেছি। এ সময় টিলা কাটায় নিয়োজিত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে বন আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি.এম কামরুল ইসলাম বলেন, টিলাকাটার সংবাদ পেয়ে এস্কেভেটর জব্দ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top