সিপ্লাস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় দিনেই বড় লিডের পথে রয়েছে অস্ট্রেলিয়া।
ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার। শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ক্রিকেটার। প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ৩ উইকেটে ৩২৯ রান। ডেভিড ওয়ার্নার ২০০ ও ট্রাভিস হেড ৭ রানে ব্যাট করছেন।
এর আগে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ডাবল শতক হাঁকানোর পরপরই পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার। এরপর উইকেটে এসেছেন ক্রিস গ্রিন। প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ৩ উইকেটে ৩৩৯ রান। ট্রাভিস হেড ১৭ ও গ্রিন শূন্য রানে ব্যাট করছেন।
শততম টেস্টে তিন অংকের ঘরে পৌঁছে ওয়ার্নার ঢুকে গেছেন একটি এলিট ক্লাবেও। শততম টেস্টে শতক হাঁকানো মাত্র দশম ব্যাটার তিনি। আর অস্ট্রেলিয়ান হিসেবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেছেন। এর আগে অজিদের মধ্যে এই গৌরব ছিল কেবল রিকি পন্টিংয়ের।