
লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাশিয়া নামক এলাকায় ১ বন্য হাতি পানিতে পড়ে মৃত্যু বরণ করেন বলে জানা যায়।
২৭ নভেম্বর সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন সাতগর বিটের কর্মকর্তা মোঃ শাহ আলম তালুকদার।
এ বিষয়ে বিট কর্মকর্তা বলেন, সকালে খবর পেয়ে তিনি লম্বাশিয়া নামকস্থানে গিয়ে দেখেন পাহাড়ের মাঝখানে একটি ডোবার মধ্যে হাতি পড়ে আছে। এবং হাতিটি মৃত্যু বরণ করেন। তিনি প্রাথমিকভাবে ধারণা করেন পানি থেকে উঠতে না পারার কারণে এই দূর্ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, তাঁদের বন বিভাগের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।