লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ টি খুন, ১টি অস্ত্র মামলা সহ ৪টি মামলার পরোয়ানা ভুক্ত পলাতক দুর্ধর্ষ ১ সন্ত্রাসী কে গ্রেফতার করেছেন।
পহেলা নভেম্বর দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত পলাতক আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের,তৈয়বের পাড়া আব্দুল হামিদ প্রঃ বালাই হাফেজ এর ছেলে মোঃ নোমান।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ২টি খুন, ১টি অস্ত্র মামলা সহ ৪টি মামলার পরোয়ানা ভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ নোমান কে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।