দেশপ্রিয় বড়ুয়া:চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় লোহাগাড়া থানা পুলিশ।
২৬ জুলাই ভোর ৫টায় লোহাগাড়া থানায় কর্মরত এসআই(নি:) মো: নুরুন নবী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরের পুলিশের সহায়তায় ১৫টি মামলার পরোয়ানাভূক্ত আত্মগোপনে থাকা আসামী কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আহম্মদ শফি (৪৯) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জি পাড়ার মৃত সৈয়দ আহমদ এর পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আহমদ শফি কে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করতে সমর্থ হই।
গ্রেপ্তারকৃত আসামী আহম্মদ শফি এর বিরুদ্ধে লোহাগাড়া থানায় ৪টি সিআর সাজা (২টি পরোয়ানা ১বছর করে ও ২টি পরোয়ানা ৬ মাস) এবং ১১টি সিআর ওয়ারেন্টসহ মোট ১৫(পনের)টি ওয়ারেন্ট মূলতবী আছে। সে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে পরবর্তীতে আত্মসাৎ করে। এবং আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে সাজা সিআর ১৬২২/১৬, দায়রা নং-৮৫৩/১৮, সাজা সিআর ৪৯/১৫, দায়রা নং-১১৬৯/১৬, সাজা সিআর ১৯০/১৬, দায়রা নং-১৬৮৯/১৮, সাজা সিআর ৮৮/১৫, দায়রা নং-৫৬৮৭/১৬, এবং সিআর ৭০/১৫, সিআর ১১৪/১৫, সিআর ১৩৭/১৪, সিআর ১৪১/১৫, সিআর ২৯/১৫, সিআর ৮৮/১৫, সিআর ৮৭/১৬, সিআর ৮৬/১৬, সিআর ১৯০/১৬, সিআর ১০২/২২ এবং সিআর ২৫৭/১৬, মামলায় পরোয়ানা জারি হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।