লোহাগাড়ায় সরকারি চলাচলের রাস্তা দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

লোহাগাড়ায় সরকারি জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণে উপজেলা প্রসাশনের অভিযান
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এসময় নির্মানাধীন ঘর গুড়িয়ে দিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়।

৪ জুলাই (সোমবার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এস আই মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা , উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, উপজেলা সদরের ৮নং ওয়ার্ডের মজিদের পাড়ায় মোঃ সোলাইমানের পুত্র মোঃ আজিম সরকারি জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছিল।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ করলে সরেজমিনে পরিদর্শনে গিয়ে নির্মাণাধীন ঘর বন্ধ করে দেওয়া হয় এবং  দখল মুক্ত করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালিত হবে বলেও তিনি জানান।