লোহাগাড়ায় বড়হাতিয়া ও চুনতি ইউনিয়নে ২০,০০০ ঘনফুট অবৈধ বালু জব্দ

ছবি: সিপ্লাসটিভি.নিউজ
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধিঃ  লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ও চুনতি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।

২০ জুন (সোমবার) বেলা ১২ টা থেকে ২ঃ১৫মি পর্যন্ত অভিযোগের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনে অভিযান পরিচালনা করেন।

বড়হাতিয়া মনুফকির হাটের পশ্চিম পাশে থমথমিয়া খাল ও চুনতি (১নং ওয়ার্ড) সুফিনগর, রাতারছড়া খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উক্ত খাল থেকে বালু উত্তোলনের ২টি মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয় এবং ২০,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন অবৈধভাবে যারাই এধরণের বালু উত্তোলন করবে তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।