লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নির্দেশে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মোটর সাইকেল চোরাই চক্রের এজাহারভূক্ত ৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
(৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগাড়া থানার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, রবিউল হাসান রিকন(২২), পিতা-লোকমান গনি। মোঃ নোমান(২৯), পিতা-মৃত নুর মোহাম্মদ, উভয় সাং-আমিরাবাদ দর্জি পাড়া,৩নং ওয়ার্ড।মোঃ রবিউল আলম(২৩),পিতা-রহমত উল্ল্যাহ, সাং-চুনতি রসিঙ্গাঘোনা(বনপুকুর),সর্বথানা-লোহাগাড়া,জেলা-চট্টগ্রাম।
থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামীরা ১ ফেব্রুয়ারী ২০২৩ রাতে মামলার বাদী আব্দুল মাবুদের বসত বাড়ীর নিচ তলায় এফজেড-৫ মডেলের মোটর সাইকেল রেজিঃ নং-চট্ট মেট্রো-ল-১৭-১০৩২, ইঞ্জিন নং- PS2RG64200A013971, চেসিস নং- G3L5E0196910 টি তাদের ইতিপূর্বে গ্রেফতারকৃত সহযোগীগণসহ চুরি করে নিয়ে যায়। এখন পর্যন্ত অত্র মামলার ঘটনায় গ্রেফতারকৃত মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৬জন।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, অত্র মামলার ঘটনায় পলাতক অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।