লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে পাহাড়,টিলা ও কৃষি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
(১৬ ফেব্রুয়ারি) রাত ১০ টা থেকে শুরু করে সারারাত ব্যাপী পৃথকভাবে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
এই অভিযানে চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়া,২ নং ওয়ার্ডের বাইয়ার পাড়া ও ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটায় ৪টি স্কেভেটর ও ১টি ডাম্পার ট্রাক গাড়ি জব্দ করে। এই অপরাধে ৩ টি মামলায় সর্বমোট ৮,৫০,০০০টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্লাহ এর ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত জামাল উদ্দিন প্রকাশ জামাল কোম্পানি (৬০), পিতা- মৃত সুলতান আহমদ, গ্রাম- চরম্বা জান মোহাম্মদ পাড়া, চরম্বাকে ৪,০০,০০০টাকা অর্থদণ্ড।অভিযুক্ত ছেনুয়ারা বেগম (৫০), স্বামী – আব্দুল খালেক, মাতা- আরাফা বেগম, সাং- চরম্বা, নাছির মোহাম্মদ পাড়াকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান এর ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ইয়াসিন আরাফাত (৩২), পিতা- সিরাজুল ইসলাম, গ্রাম-আমিরাবাদ, লোহাগাড়াকে ৪,০০,০০০ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, লোহাগাড়া মডেল থানার পুলিশের একটি টিম এছাড়াও স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা।
জনস্বার্থে ও জনকল্যাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।