লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নির্দেশে (৭ ফেব্রুয়ারী) লোহাগাড়া থানায় কর্মরত এসআই/মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য সহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোসাঃ আয়েশা (৪৫), পিতা-মৃত আবুল কাশেম, স্বামী-মৃত মোঃ তাহের, সাং-চৌমহনী, চা বাগান, থানা-রামু,জেলা-কক্সবাজার।আনিসুর রহমান(৩৫), পিতা-আব্দুল ওয়াহিদ, মাতা-রোকেয়া বেগম, সাং-দলজান, ০৬নং ওয়ার্ড, কামার পাড়া, আনিসুর রহমানের বাড়ী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ। তাঁদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।