লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ১৬ ফেব্রুয়ারী সকাল ৮ টা হতে ১০.৩০ টার মধ্যবর্তী সময়ে স্থানীয় আহম্মেদ কবির নামের ৭৫ বছর বয়সী এক কৃষককে অজ্ঞাতনাম খুনিরা ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার করে লাশ তার ধানি জমির পার্শ্ববর্তী লোহাগাড়া থানাধীন চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাইয়ার পাড়াস্থ ফকীরের বাপের খিল দূর্গম পাহাড়ী গাছ বাগানে ফেলে যায়।
পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ১জন আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/শরিফুল ইসলাম, পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কক্সবাজার উখিয়া থানা পুলিশের সহায়তায় (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুবপালং মধুরছাড় ক্যাম্প স্টেশন থেকে গ্রেফতার করেন।
ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আমিন(২৫), পিতা-আজজুর রহমান, মাতা-গোলজার বেগম, সাং-রোহিঙ্গা শরনার্থী, ক্যাম্প নং-৪ ষ্টেশন, ব্লক সি-৩, এফসি নাম্বার-৪০১৭০৫,থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা নাগরিক এবং ঘটনার পূর্বে সে অত্র মামলার ঘটনায় খুন হওয়া আহম্মেদ কবিরের বাড়ীতে বদলা হিসেবে কাজ করতো মর্মে জানায়। দৈনিক মজুরী কাঙ্খিত পরিমাণে না দেয়ায় এবং ঘটনার দিন খুন হওয়া আহম্মেদ কবিরের সাথে নগদ প্রায় ৫০,০০০/-টাকা থাকায় ক্ষোভ ও টাকার লোভে সে তার অপর ১জন সহযোগী রোহিঙ্গা নাগরিকসহ তাকে ধামা দিয়ে কুপিয়ে হত্যা করে চরম্বা হতে কক্সবাজার পালিয়ে যায় মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। আসামীর প্রদত্ত তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ধামাটি মামলার ঘটনাস্থল লোহাগাড়া থানাধীন চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাইয়ার পাড়াস্থ ফকীরের বাপের খিল দূর্গম পাহাড়ী গাছ বাগান সংলগ্ন খালের পানিতে ডুবন্ত অবস্থায় ধামাটি উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারে জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এবং গ্রেফতারকৃত আসামী বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান।