লোহাগাড়ায় শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়া- লোহাগাড়া বৌদ্ধ যুব সমিতির উদ্যোগে মহামানব গৌতম বুদ্ধের জন্ম,বুদ্ধত্বলাভ ও মহা পরিনির্বাণ এই তৃ-স্মৃতি বিজড়িত শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“জগতের সকল প্রাণী সুখী হউক ” বুদ্ধের এই অমীয়বাণী কে ধারণ করে সারাবিশ্বের বৌদ্ধ সম্প্রদায় যথাযত ধর্মীয় মর্যাদায় এই বৈশাখী পূর্ণিমা দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসাবে পালন করে থাকেন। এই পূর্ণিমায় বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব জ্ঞান, পরিনির্বাণ লাভ করেন। তাই এই দিনটি বৌদ্ধদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন।

তারই ধারাবাহিকতা প্রতি বছরের ন্যায় এ বছরও চট্টগ্রাম লোহাগাড়ায় বৌদ্ধ সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ৫ মে বিকাল ৩টায় লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শান্তি শোভাযাত্রা শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে সিটিজেন পার্কের সামনে শেষ হয়।

শান্তি শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়ার বৌদ্ধ যুব সমিতির সভাপতি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন, ভদন্ত শুদ্ধানন্দ মহাস্থবির এমএ, ভদন্ত তাপস জ্যোতি স্থবির, শীলমিত্র ভিক্ষু, জ্ঞানতিলক ভিক্ষু, সুরিয়া তিলক সহ ভিক্ষু সংঘ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব সমিতির উপদেষ্টা ড.সমরঞ্জন বড়ুয়া,শিক্ষক ভানু কুমার বড়ুয়া,মছদিয়া ডলুকুল বৌদ্ধ বিহারের সভাপতি তুষার বড়ুয়া,মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের প্রাক্তন সভাপতি শিক্ষক  সমীরণ বড়ুয়া, শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া,বুদ্ধ কীর্তনীয়া বিমল বড়ুয়া, এস আই ধীমান বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, তপন বড়ুয়া, যুব সমিতির সহ- সভাপতি হ্নদয় বড়ুয়া, পিপলু বড়ুয়া বাবলু, এসআই জুয়েল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, মানিক বড়ুয়া, শুভ বড়ুয়া, রকি বড়ুয়া, পার্থ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, রানা বড়ুয়া প্রমুখ।

আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন যুব সমিতির সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া ও শিক্ষক সাগর বড়ুয়া

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top