লোহাগাড়ায় মোটর সাইকেল চোর গ্রেফতার ৩

লোহাগাড়ায় মোটর সাইকেল চোর গ্রেফতার ৩।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোটর সাইকেল চোরাই চক্রের ৩ জন সক্রিয় সদস্য ১টি এফজেড মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।

(১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই.নুরুন নবী, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ আলমগীর এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  আসিফুল ইসলাম (২২), পিতা- কামাল উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং- উত্তর আমিরাবাদ, মুহুরী পাড়া। মোঃ বেলাল উদ্দিন (২৪), পিতা- মোঃ সাহাব উদ্দিন, মাতা- হাসিনা আক্তার, সাং- রাজঘাটা, হাজার বিঘা, পাখি ড্রাইভারের ভিটা। মোঃ মিজান (২৪), পিতা- মোঃ ইসমাইল, মাতা- নাছিমা আক্তার, সাং- জুনাবির পাড়া, বর্তমানে- রাজঘাটা, নোমান মিয়ার কলোনীর ভাড়াটিয়া), সর্ব থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামীদরে দেয়া তথ্যমতে একটি এফজেড-৫ মডেলের মোটর সাইকেল রেজিঃ নং-চট্ট মেট্রো-ল-১৭-১০৩২, ইঞ্জিন নং- PS2RG64200A013971, চেসিস নং- G3L5E0196910  মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আসামীদের বিরুদ্ধে মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা নং-৪, ২ ফেব্রুয়ারী ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।