লোহাগাড়ায় দেশীয় তৈরি অস্ত্র, গুলি সহ ৪ জন আটক

লোহাগাড়ায় দেশীয় তৈরি অস্ত্র, গুলি সহ ৪ জন আটক
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, ০১(এক) রাউন্ড পিস্তলের গুলি, ৯১(একানব্বই) রাউন্ড রিভলবারের গুলিসহ ৪জন আটক করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের ত্বত্তাবধায়নে ১ মার্চ ২৩.৪৫ ঘটিকায় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ/যুযুৎসু যশ চাকমা, এসআই(নিঃ)/মোঃ নুরুন নবী, এসআই(নিঃ)/সাইদুল ইসলাম সহ পুলিশের একটি টিম নিয়ে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নাথ পাড়াস্থ ডা: S.K নাথের দ্বিতল মাটির বসত ঘরের দ্বিতীয় তলার মাচার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ০২টি দেশীয় তৈরী এলজি, ২৩(রাউন্ড) কার্তুজ, ০১(এক) রাউন্ড পিস্তলের গুলি, ৯১(একানব্বই) রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করেন।

অবৈধ অস্ত্র ও গুলি হেফাজতে রাখার দায়ে ১। বিশ্বজিৎ নাথ শিবু(৪৩), ২। রাজিব নাথ(৩০), উভয় পিতা-মৃত সুনীল কুমার নাথ, মাতা-টকি রানী দেবী, উভয়সাং-আমিরাবাদ, মল্লিক ছোয়াং নাথ পাড়া, ওয়ার্ড নং-০৬, আমিরাবাদ ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ৩। অভিরাম নাথ(৩১), পিতা-মানিক রঞ্জন নাথ, মাতা-কনিকা রানী নাথ, সাং-পশ্চিম ষোলশহর, নাজির পাড়া, (হিন্দু পাড়া), পোষ্টঃ চাদঁগাও, থানা-পাঁচলাইশ, জেলা-সিএমপি, চট্টগ্রাম, ৪। শংকর নাথ(৪৩), পিতা-মিলন চন্দ্র নাথ, মাতা-মৃত প্রভা রানী নাথ, সাং-রংমহল, রিটা বড় বাড়ী, ওয়ার্ড নং-০৯, দুলহাজারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ধৃত আসামীদের প্রতিবেশী তপন নাথ গংদের উপর হামলা করার জন্য ধৃত আসামীগণ তাদের পলাতক সহযোগীসহ জব্দকৃত অস্ত্র গুলি মজুদ করে রাখে মর্মে জিজ্ঞাসাবাদ স্বীকার করে। অস্ত্র গুলি উদ্ধারের মাধ্যমে লোহাগাড়া থানা পুলিশ এক অনিবার্য হতাহতের ঘটনাকে নস্যাত করে দেয়। এ সংক্রান্তে এজাহারনামীয় ০৭জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা নং-০৬, তারিখ-০২/০৩/২০২৩খ্রি: ধারা- The Arms Act 1878 এর 19A/19(f) রুজু করা হয়েছে।

পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান।