লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে মিঠার দোকান নামক স্থানে ইসলাম মিয়ার বাড়ীর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী শাহ আলী পরিবহন(এসি বাস) ও প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাক যাহার গাড়ি চট্টমেট্টো-ট ১১-৯১১০ মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে।
১০ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মফিজ তার বাড়ি ভোলা চরফ্যাশন এলাকায় বলে জানা যায়। ট্রাকের ড্রাইভারও সহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানান গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান ইসলাম মিয়ার বাড়ীর সামনে কক্সবাজারমুখী এসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রাক হেলপার মারা যান।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ হোসেনের নেতৃত্বে একটি টিম এবং লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোঃ এরফান জানান, এসি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক হেলপার মারা যান। খবর পেয়ে এসআই মোঃ হোসেনের নেতৃত্বে পুলিশের দলকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বাস-ট্রাক দোহাজারী থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।