লোহাগাড়ায় চার হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার

মাদক কারবারি মোঃ শাহাদাত হোসেন(৩৫)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪,০০০ ( চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নির্দেশে ১৮ ফেব্রুয়ারী ১৩.১৫ ঘটিকার সময় থানায় কর্মরত এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী মারশা বাস থেকে মাদক সহ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মৃত জাহাঙ্গির আলমের ছেলে মোঃ শাহাদাত হোসেন(৩৫)।

মাদক কারবারি শাহাদাত হোসেনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।