লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা,একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজ,১টি কার্গো ট্রাক ও চালক সহ হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও সুনিপুন নির্দেশনায় অস্ত্র ও মাদক উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লোহাগাড়া থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় (২৩ ফেব্রুয়ারী) রাত ১০ টার সময় চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মাহফুজুর রহমান ও ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী আর বি কার্গো, রেজি: নং-ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪ খালি কার্গো গাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ড্রাইভারের সিটের পেছনে মূল বডির প্রান্তভাগে চিকন খালি অংশে বিশেষ কায়দায় কাভার ভ্যানের মূল বডির সাথে সংযুক্ত কাঠ দিয়ে তৈরী লম্বা বক্সে হতে এসব মাদকদ্রব্য এবং তাঁদের কাছ হতে ১টি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজ সহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করকে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবার অনুমান মূল্য- ৪৮,০০,০০,০০০ (আটচল্লিশ কোটি) টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফরিদ মিয়া(২৫), পিতা-মোঃ নুরু উদ্দিন,মাতা-ফরিদা খাতুন,সাং-গালাগাও, গাবরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে, ডাকঘর-চরপাড়া-২২৫২, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ। মোঃ নুর হোসেন সবুজ (২৭), পিতা-মৃত মোঃ সামশুল হক,মাতা-বিবি ফাতেমা,সাং-রবিউল হোসেন মিস্ত্রি বাড়ী,সোনাপাহাড়, ডাকঘর-জোয়ারগঞ্জ,থানা-জোরারগঞ্জ,জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানা যায়।