লোহাগাড়া প্রতিনিধি: মহান ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। এই দিনে ততকালীন পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন রত ছাত্রদের উপর নির্মমভাবে গুলি বর্ষণ করেছিলো পাকিস্তানি শাসকেরা। সেই গুলিতে ভাষার জন্য অনেকেই শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ আরো অনেকেই।
সেই বীর ভাষা শহীদদের স্মরণ করে আজ মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১শের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, বীর মুক্তিযুদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ অনেকে।