নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন পদুয়া মানবিক ফাউন্ডেশন। এই উপলক্ষে পদুয়ায় সংগঠনের উদ্যোগে এবং পদুয়া এশিয়ান হসপিটালের সার্বিক সহযোগিতায় এক ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প এবং সংগঠনের পরিচিতি সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাফেজ জহিরুল ইসলামের কুরআন তেলাওয়াত ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোঃ নাছির উদ্দীন।
এসময় প্রায় দুই শতাধিক গরীব, অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও একজন অসহায় প্যারালাইজড রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি একজন গরিব অসহায় কুরআনে হাফেজের খরচের দায়িত্ব নেয় পদুয়া মানবিক ফাউন্ডেশন।
ফ্রি চিকিৎসা ক্যাম্প ও পরিচিতি সভায় ফাউন্ডেশন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবুল কাশেম।
তিনি বলেন, “আমি এবং দুবাই প্রবাসী সাইফুল ইসলামের স্বপ্ন ছিল এলাকার মানুষের জন্য মানবিক সহায়তার জন্য একটি সংস্থা গঠন করা। অবশেষে এলাকার বিশিষ্ট জন ও একদল যুবকের সর্বাত্মক সহযোগিতায় গঠিত হয়েছে পদুয়া মানবিক ফাউন্ডেশন।”
দুবাই প্রবাসী মোঃ সাইফুলের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শব্বীর প্রমুখ।