লাইসেন্স না থাকায় কুমিরায় পশু খাদ্য বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডের কুমিরায় পশু খাদ্য বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজারে অভিযান চালিয়ে এক পশু খাদ্যের ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, তথ্য সংগ্রহকারী রাসেল দাস, মোঃ সাদেক,মোঃ জাফর, নূর উদ্দীন এবং মাজহারুল ইসলাম।

পশু খাদ্য বিক্রির লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার দায়ে কুমিরা পশু খাদ্য ভান্ডারের মালিক কামরুল হোসাইনকে এ অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৬ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে ।