শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, এতোদিন কেনো এই নির্যাতনের বিষয়গুলো সামনে আসেনি। আমরা যারা বাইরে থাকি তারা হয়তো জানতাম না। যারা বুয়েটের তারা বিষয়টা জানতেন। তারা কেনো বিষয়টা সামনে আনেননি।
তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলি যেখানে কোন নির্যাতন থাকবে না।
এ সময় র্যাগিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।