সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে নিজ বাসায় তৌহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, মুহাম্মদ তৌহিদুল ইসলাম (২৬) রিয়াদ নগরীর একটি দোকানে কর্মরত ছিলেন। সেখানে থেকে বাসায় এসে কাপড়া চোপড়া পরিবর্তনের সময হঠাৎ স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রিয়াদ প্রবাসী মুহাম্মদ তৌহিদুল ইসলামের গ্রামের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা। বর্তমানে লাশ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছেন।
এদিকে, জেদ্দা প্রবাসী মাষ্টার রফিকুল ইসলাম গত দের মাসে আগে দেশে ছুটিতে যান।
আজ দুপুরে হাঠাৎ অসুস্থ হযে নিজ বাড়িতে মৃত্যু বরণ কনেন।
জানা যায়, জেদ্দা প্রবাসী মাষ্টার রফিকুল ইসলাম র্দীঘদিন ধরে জেদ্দা নগরীর কিলো আরবাতাস এলাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল।
তিনি সৌদিতে আসার আগে গৌরস্হান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
জেদ্দা প্রবাসী মাষ্টার রফিকুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পুঠিবিলা ইউনিয়নের গৌরস্হান সিকদার পাড়ার বাসিন্দা।