আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমায় শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন এবং ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাস আল খাইমা মামুরায় ফিতা কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর, ধর্মানুরাগী শিল্পপতি অদুল কান্তি চৌধুরী। প্রদীপ প্রজ্বলন করেন আল আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী মহারাজ।
শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের সভাপতি তপন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি জাতীয় হিন্দু মহাজোটের বৈদেশিক শাখার সভাপতি প্রকৌশলী তপন সরকার। শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সঞ্জয় শীল ও সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল দাসের যৌথ সঞ্চালনায় ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীমতি অনিতা চৌধুরী, জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা সাংবাদিক সনজিত কুমার শীল, উপদেষ্টা শ্রী বিকাশ শর্মা, সুবোধ চৌধুরী শিবু, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব বৈদ্য, অর্থ সম্পাদক কাজল শীল, সাংগঠনিক সম্পাদক পলাশ শর্মা, বিশ্বজিৎ শীল , প্রচার সম্পাদক নয়ন,কান দে, শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম মন্দিরের জন্য বিনা স্বার্থে জায়গা বরাদ্দ দিয়েছেন উজ্জ্বল শীল ও উৎপল শীল ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গীতা পাঠ করেন কৃষ্ণ ধন শীল ও জিলন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সজল চৌধুরী, কানু লাল দাস, প্রদীপ দাস, সজল চৌধুরী রাধামাধব মন্দির,সঞ্জয় শীল সহ বিভিন্ন মন্দির থেকে আসা ভক্তবৃন্দ। এতে আরও অংশগ্রহণ করেন শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম, আল আইন মরুতীর্থ, প্রবাসী গীতা সংঘ শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী রাধামাধব মন্দির আল দাহিদ, আল আইন লোকনাথ মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির রাস আল খাইমা, শারজা গীতা সংঘ,আল আইন লোকনাথ সেবাশ্রম, আবুধাবি সনাতনী গীতা সংঘ, সৎসঙ্গ আশ্রম রাস আল খাইমা, রাধামাধব জগন্নাথ মন্দির, জাতীয় হিন্দু মহাজোট এবং জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ সহ ভক্তবৃন্দরা।
অনুষ্ঠানের শেষে সনাতনদের যৌথ পরিবেশনায় সংকীর্তন এর মাধ্যমে পরিসমাপ্তি হয়।