রাস্তার পাশ থেকে বস্তাভর্তি বিপুল টাকা উদ্ধার

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশ থেকে বস্তাভর্তি বিপুল পরিমান টাকা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ট্রাক থেকে এ টাকা উদ্ধার করে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে,  টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বর্জ্য। এগুলো ধ্বংসের জন্য শাজাহানপুর পৌরসভা কর্তৃপক্ষকে দেয়া হয়েছিল। তারা টাকাগুলো ধ্বংস না করে ময়লার ভাগাড়ে ফেলেছে। শাজাহানপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।