রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে পস্তাচ্ছে ইউরোপ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুল করছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ভুলগুলোই ইউরোপে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করছে বলে মত তার। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের ক্ষমতাসীনরা নানা পদক্ষেপ গ্রহণ করে তারা নিজেরাই পস্তাচ্ছে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের অধিবেশনে বক্তৃতায় পুতিন এমন মন্তব্য করেন।

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কোণঠাসা করার দাবি করে আসছে পশ্চিমা বিশ্ব। এবার এর জবাবে উল্টো ভ্লাদিমির পুতিনের শঙ্কা ভুল নীতির কারণে বিপাকে পড়তে যাচ্ছে ইইউ।

রুশ প্রেসিডেন্টের অভিযোগ, তথাকথিত পুতিনের মূল্যস্ফীতি সম্পর্কে পশ্চিমাদের বর্তমানের সমস্ত আলোচনা যারা পড়তে ও লিখতে পারে না তাদের জন্য ডিজাইন করা হয়েছে।

পুতিন বলেন, আমরা সবাই পশ্চিমা বিশ্বে তথাকথিত পুতিন মূল্যস্ফীতি সম্পর্কে শুনি। যতবারই শুনি, ভাবি কাদের উদ্দেশ্যে এসব ভিত্তিহীন কথা বলা হচ্ছে? আমার মনে হয়, যারা পড়তে ও লিখতে পারে না তাদের উদ্দেশ্যে। যারা অন্তত পড়তে পারে তারা বুঝতে পারবে আসলে কী ঘটছে।

‘পুতিনের মূল্যস্ফীতি’ শব্দ দিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণ এবং পশ্চিমা দেশগুলোর মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে জ্বালানি সংকট, সরবরাহ এবং বিনিময় হারের সমস্যাগুলোর ফলে সৃষ্ট মূল্যস্ফীতিকে বুঝিয়ে থাকে পশ্চিমারা।

শব্দ দুটি এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্যবহার করেছেন।

পুতিনের মতে, ইউরোপীয় ইউনিয়ন তার রাজনৈতিক সার্বভৌমত্ব পুরোপুরি হারিয়ে ফেলেছে। সেইসাথে এর আমলাতান্ত্রিক অভিজাতরা অন্যদের কথায় নাচছে, তাদের যা বলা হচ্ছে তাই মানছে। এভাবে তারা নিজেদের জনগণ ও অর্থনীতির ক্ষতি করছে।

ইইউ কর্তৃপক্ষের নীতি পশ্চিমের বিভাজনকে কেবল অর্থনৈতিক বিষয়েই নয় বরং এর মূল্যবোধ ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, বাস্তবতা থেকে এ ধরনের বিচ্ছিন্নতা অবশ্যই গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি করবে। সেইসাথে নিকট ভবিষ্যতে অভিজাতদের পরিবর্তনের দিকে পরিচালিত করবে।

এর আগে ইইউ নেতাদের বিরুদ্ধে রাশিয়ার জ্বালানি পরিহারের চেষ্টাকে অর্থনৈতিক আত্মহত্যার সঙ্গে তুলনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।