রামু থানাধীন ফতেয়ারকুল এলাকায় অভিযান করে ইয়াবাসহ গ্রেফতার ২

ইউনুছ ও রুবেল।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রামু প্রতিনিধি: রামু থানাধীন ফতেয়ারকুল এলাকায় অভিযান করে ইয়াবাসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল (১৫ ফেব্রুয়ারী) ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার রামু থানাধীন ফতেহারকুল ইউপিস্থ চর গ্রামের রামু-মরিচা ইটের সলিং রাস্তার রাজারকুল নামক রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশী করে ১নং ধৃত ব্যক্তির নিকট হতে ১০,০০০ পিস ইয়াবা এবং ২নং ধৃত ব্যক্তির নিকট হতে ১০,০০০ পিস ইয়াবাসহ সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা  ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হলো মোঃ ইউনুছ মনু (৩৫), পিতা- মৃত আবুল কালাম আজাদ, সাং- লামার পাড়া, আবুল কালামের বাড়ী।রুবেল বড়ুয়া(৩৫), পিতা- মৃত হরেন্দ্র বড়ুয়া, সাং- হাজীরকুল, হরেন্দ্র বড়ুয়ার বাড়ী, উভয় ২ নং ওয়ার্ড, ফতেহারকুল ইউপি, থানা- রামু, জেলা-কক্সবাজার।

এছাড়াও আরো জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাব নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর অভিযানে আটক  হয়।

ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।