রামুর গর্জনিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্য পুলিশের হাতে আটক

রামুর গর্জনিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্য পুলিশের হাতে আটক
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মোঃ সরওয়ার জাহান, রামু  (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্যকে পুলিশের হাতে আটক করা হয়েছে।

জানা যায়, ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৪:০০ ঘটিকার সময় গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নলবুনিয়া গহীন পাহাড়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছিল।

এই সংবাদ স্থানীয় নলবুনিয়া ছড়িয়ে পড়লে আশপাশে মানুষ নলবুনিয়া-ছাগলখাইয়া মসজিদের মুয়াজ্জিনকে খবর দেন। মসজিদের মাইকে পাহাড়ে ডাকাত দল অবস্থান করেছে শুনে ডাকাত প্রতিরোধ করার জন্য লাঠিসোঁটা, দা নিয়ে স্থানীয়রা ধাওয়া দেয় ডাকাত দলের উপর। এসময় সাধারণ মানুষ ডাকাত দলের চারদিকে ঘিরে ফেলেন। সেখান থেকে কয়েকজন ডাকাত সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেলেও ২ জন ডাকাত জনতার হাতে আটক হয়। এসময় তাদের কাছে অস্ত্রের সাদৃশ্য (এক নলা) ২টি অস্ত্র পাওয়া গেছে।

পরে স্থানীয়রা আটককৃত ২ ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশকে খরব দিলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো আব্দু রহিম (৪৫) পিতা আলী হোসেন, গ্রামঃ পূর্ব থিমছড়ি, গর্জনিয়া, রামু, কক্সবাজার। অপরজন, জামাল হোসেন (৪৭) পিতাঃ বাদশা মিয়া, গ্রামঃ মহেশখালী, কক্সবাজার।

ঘটনার সত্যতা স্বীকার করে গর্জনিয়া পুলিশের ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, গর্জনিয়া ইউনিয়নের অন্তর্গত নলবুনিয়া ৬নং ওয়ার্ড গহিন পাহাড়ে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় তৈরী ২টি এক নলা কাটা বন্দুক (সাদৃশ্য) পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আটক উভয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক অস্ত্র, হত্যা, অপহরণ, ডাকাতি মামলা রয়েছে। বর্তমান তারা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।