রামু প্রতিনিধি: রামুর কচ্ছপিয়াতে এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে মৌলভীরকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আটককৃত টিপন বড়ুয়া নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিচামারা বড়ুয়া পাড়া এলাকার টুনু বড়ুয়ার পুত্র।
গর্জনিয়া ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে এসআই শরীফুল উক্ত অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।