কক্সবাজারের রামু তুলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি চালিয়ে ৩০০০ ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৪ সেপ্টম্বর) এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ আবদুল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং পুরান পাড়া এলাকার আজিজুল হকের ছেলে। এ সময় একটি সিএনজি গাড়ীও জব্দ করা হয়েছে। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আব্দুল্লাহ জানান, আটক ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আটক মোহাম্মদ আবদুল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং পুরান পাড়া এলাকার আজিজুল হকের ছেলে। এ সময় একটি সিএনজি গাড়ীও জব্দ করা হয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আব্দুল্লাহ জানান, আটক ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।