কক্সবাজারের রামু হাসপাতাল গেইটের উত্তর পাশে নিজ বাড়ি থেকে ২০ লিটার বাংলা মদ সহ গুলবাহার বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে মাদক বিরোধী যুব কমিটির সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী গুলবাহার ঐ এলাকার রশিদ আহমদের স্ত্রী। ৮সেপ্টেম্বর রবিবার এ মহিলা কে আটক করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, গোলবাহার দীর্ঘদিন ধরে বাংলা মদ ও ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রীতি জেল ও কেটেছে। মাদক বিরোধী কমিটির সদস্য দেলোয়ার হোসেন জানায়, গুলবাহার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধংস করে দিচ্ছে তাই আমরা থাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। এ মহিলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। রামু থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কক্সবাজার রামুতে ২০ লিটার মদসহ নারী আটক